শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২:১২

কে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী? জানুন

কে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী? জানুন

বিনোদন ডেস্ক : বাংলা সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বিতর্কিত চরিত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা অবশ্যই তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। পরপর তিনবার বিয়ে করেছেন প্রসেনজিৎ। প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী রায়। নব্বইয়ের দশকে তখন দুজনেই তারকা।

প্রথমদিকে বিবাহিত জীবন ঠিকঠাক কাটলেও পরবর্তীকালে দেখা দিল সমস্যা। কিন্তু সেই সমস্যা প্রকৃতপক্ষে কতটা গভীর ছিল বা কি সংক্রান্ত ছিল, তা জানা যায়নি এখনও। কিন্তু প্রসেনজিৎ-এর সাথে দেবশ্রীর বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে বিভিন্ন কাহিনী টলিউডের আনাচে-কানাচে ঘোরে। এরপর দেবশ্রী বিয়ে করেননি। তবে দ্বিতীয় বিয়ে করে জীবনে এগিয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ-এর দ্বিতীয় স্ত্রী ছিলেন অপর্ণা গুহঠাকুরতা। তাঁকে কিন্তু সেভাবে কোনোদিন স্পটলাইটে দেখা যায়নি। অপর্ণা অভিনেত্রী ছিলেন না। তিনি ছিলেন কলকাতার প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। বিয়ের কয়েক বছর পর প্রসেনজিৎ ও অপর্ণার কন্যাসন্তান প্রেরণার জন্ম হয়। কিন্তু এরপরেই শুরু হয় সমস্যা।

প্রথমে শোনা গিয়েছিল, অপর্ণার চাহিদা প্রচুর। ফিল্মে একসাথে অভিনয় করতে গিয়ে অর্পিতা পাল এর সাথে তৈরি হল প্রসেনজিৎ-এর সম্পর্ক যার ঢেউ এসে পৌঁছাল অপর্ণার সংসারে। অর্পিতা তখন ইন্ডাস্ট্রিতে সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে