বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৬:০৯:২২

সালমানই লাগাবেন রণবীর-ক্যাটরিনাকে জোড়া!

সালমানই লাগাবেন রণবীর-ক্যাটরিনাকে জোড়া!

বিনোদন ডেস্ক : সালমান খানকে ঘিরেই নাকি রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদের সূত্রপাত। আবার সেই সালমানই নাকি তাদের ভেঙ্গে যাওয়া সম্পর্কে জোড়া লাগাতে পারেন।

শোনা যাচ্ছে, রণবীর-ক্যাটরিনার ‘ব্রেক আপ’ আদৌ সম্পর্কে ফুলস্টপ নয়। স্রেফ ঝগড়াঝাটিতে বিরতি পড়েছে মাত্র। তার মূলে অবশ্য আছেন সালমান খানই। তা তার কারণেই আবার এসব মিটেও যেতে পারে।

কী কারণে তাদের এই ঝগড়া? বলিউডের খবর, সালমানের বিগ বসে ক্যাটরিনার যাওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। বিগ বসের মতো হাই টিআরপির রিয়্যালিটি শোয়ে নিজের আগামী ছবি ‘ফিতুর’-এর প্রমোশন করতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু প্রাক্তন প্রেমিকের শোয়ে ক্যাটরিনার যাওয়া একেবারেই পছন্দ ছিল না রণবীরের।

এমনকী তিনি নিজের ছবি ‘তামাশা’র প্রচারেও এই শোয়ে হাজির হননি। সালমানকে এড়িয়েই চলতে চান তিনি। কিন্তু ছবির স্বার্থে সালমানকে এড়াতে নারাজ ছিলেন ক্যাটরিনা। এই থেকেই বাধে বিবাদ।

বলিউড পাড়ায় ছড়িয়ে পড়ে যে, রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এ নিয়ে ক্যাটরিনাকে প্রশ্ন কার হলে, তিনি কোনও মন্তব্যও করতে চাননি। ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে আলাদাই রাখতে চেয়েছিলেন। তাতে জল্পনা আরও বাড়ে। তবে শেষমেশ জানা যাচ্ছে, সম্পর্ক ঠিক রাখতে ক্যাটরিনা বিগ বসে না যাওয়ার কথাই ভাবছেন।

বিচ্ছেদের গুজব উড়িয়ে, ঝামেলা মিটিয়ে আবার এক হবেন রণবীর-ক্যাটরিনা-বলিপাড়ার প্রত্যাশা এমনটাই।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে