বিনোদন ডেস্ক: শীঘ্রই একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজটা পরিচালনা করবেন রাজকুমার হিরানি। তার মুন্নাভাই ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন তিনি কোনওভাবেই মু্ন্নাভাই ৩-এ অভিনয় করছেন না।
সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের এক চিফ অপারেটিং অফিসার ‘কারাগার’-এ অভিনয়ের জন্য তার প্রশংসা করেন। সেই কমেন্টে ছিল ট্যুইস্ট। সেই পোস্ট দেখেই অনেকে মনে করেন যে মুন্নাভাই সিরিজের আগামী ছবিতে দেখা যাবে তাকে। অভিনেতার দাবি ঐ ব্যক্তি অবশ্য এই কথা বলতে চাননি। তার কমেন্টকে অনেকেই ভুল ভেবেছেন।
চঞ্চল চৌধুরীর প্রশংসা করে এক ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তা লেখেন, ‘ঈশ্বরপ্রদত্ত অ্যাক্টিং স্কিল ও অসাধারণ অভিব্যক্তি দিয়ে তুমি যেকোনও কাউকে মোহিত করতে পারো। তুমি একজন সত্যিকারের শিল্পী। খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের কাস্টিং লিস্টে দেখছি। বড় কিছু পরিকল্পনা করা হোক। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা। মামু মুন্নাভাই তোমার খোঁজে রয়েছে। বুদ্ধিমানদের জন্য ইশারাই অনেক। বাংলাদেশের সুপারস্টার তোমাকে অনেক ভালোবাসা।’
এখান থেকেই তৈরি হয়েছে নয়া জল্পনা। মামু মুন্না বলতেই অনেকে ভেবেছেন যে, মুন্নাভাই ৩ ছবিতে হয়তো অভিনয় করছেন চঞ্চল। বাংলাদেশি অভিনেতা এই কনফিউশন কাটিয়ে বলেন, অনেকেই জানেন না যে রাজকুমার হিরানিকে তার কাছের মানুষেরা মামু মুন্না বলে ডাকে। তিনি সেই আভাসই দিয়েছেন যে, রাজকুমার হিরানির পরিচালনায় বলিউডে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।