বিনোদন ডেস্ক : দীপিকা এতদিন গোপনই রেখেছিলেন ভিন ডিজেল অভিনীত ট্রিপল এক্স-রিটার্ন অফ জ্যান্ডর কেজ-এ অভিনয়ের কথা। তবে এবার সেই ছবিতে কাজ করার কথা স্বীকার করলেন তিনি।
তবে হলিউডে অভিনয় করা নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘কাজের বিষয় খুব উৎসাহি। কিন্তু আমি আমার কমফোর্ট জোন-এর বাইরে চলে যাচ্ছি। তাই একটু চাপা উত্তেজনায় রয়েছি। দেশের বাইরে চলে যাচ্ছি, কিছু নতুন মানুষদের সঙ্গে কাজ শুরু করবো। তাই একটু নার্ভাস'।
গত বছরে দীপিকা অভিনীত 'পিকু' ও 'বাজিরাও মস্তানি'র মতো ছবি বক্স অফিসে দারুণ সারা ফেলেছে। 'পিকু'র জন্য তার ঝুলিতে ফিল্মফেয়ার পুরস্কারও আসে। তাই নতুন কাজের জন্য সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিদেশে পারি দিয়েছেন দীপিকা।
দীপিকা বলেন, ‘আমি খুব খুশি কারণ আমার কঠিন পরিশ্রম কাজে লেগেছে। খুব আলাদা অনুভূতি বলে চলে।’
ছবিটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দীপিকা। তাই নিজের একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি দীপিকা।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন