বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৭:০৭:৫২

দুঃখের মাঝে ক্যাটরিনার খুশির সংবাদ

দুঃখের মাঝে ক্যাটরিনার খুশির সংবাদ

বিনোদন ডেস্ক : একদিকে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ইতি টানার মতো দুঃখের সংবাদ। অপদিকে এত দুঃখের মাঝে এল সুখের বার্তা নিয়ে ফিত্তুর' ছবির গান। এই গানটি প্রকাশ হওয়ার পর যেন আনন্দে আত্মহারা। এই গানটির নাম 'তেরে লিয়ে'। গানে রয়েছে ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুরেরবেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য। সিনেমার গানগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 'তেরে লিয়ে'-র গানটি গেয়েছেন সুনীধি চৌহান ও জুবিন। সঙ্গিত অমিত ত্রিবেদীর।

চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশন' অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। ‘ফিত্তুর’ সিনেমায় ক্যাটরিনা ও আদিত্য অভিনীত চরিত্রগুলোর নাম ফিরদৌস ও নুর। 'ফিতুর'-এর শুটিং করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে চোট পান ক্যাটরিনা। মাঝপথে ছবি থেকে সরে যান রেখা। সে জায়গায় আনা হয় টাবুকে। এসব কারণেই বাজেট নিয়েও বেশ সমস্যায় পড়তে হয়েছিল পরিচালককে। জানা যায়, আগামী মাসের ১২ তারিখ মুক্তি পাবে অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমা।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে