বিনোদন ডেস্ক: কিয়ারা আদভানি বর্তমানে বলিউডের অন্যতম প্রধান একজন অভিনেত্রী। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেতা হিসাবে ২০১৬ সালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে মূলত খ্যাতি অর্জন করেছিলেন কিয়ারা। এর পর থেকে এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
কিয়ারা বর্তমানে তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যে আচ্ছন্ন, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে বক্স অফিস কাঁপিয়েছে। সম্প্রতি হ্যালো ম্যাগাজিনের সঙ্গে কিয়ারা ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের বিষয়ে কথা বলেছেন।
তিনি বলেছেন, ‘এই সাফল্য পুরো দলের জন্য অপ্রতিরোধ্য ছিল। আমরা এই সিনেমায় তিন বছর ধরে কাজ করেছি, এমনকি ম হামা রি চলাকালীনও। অবশেষে এর সাফল্যে সবাই খুশি ছিল। এটি একটি পারিবারিক কমেডি হিসেবে দুর্দান্ত সিনেমা, যেটিতে ভয়ের গল্পও রয়েছে, যা মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছে।’
কিয়ারা বলেন, ‘ভুল ভুলাইয়া ২’ একটি সুপরিচিত ফ্র্যাঞ্চাইজির অংশ ছিল। তাই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল এটি বানানো। তবে সিনেমাটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে এবং এই বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে ইন্ডাস্ট্রিতে আশার সঞ্চার করেছে।