সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৪:০৪

সালমানের নয়া লুকে হইচই পড়ে গেছে বলিউডে

সালমানের নয়া লুকে হইচই পড়ে গেছে বলিউডে

বিনোদন ডেস্ক: সিনেমার নায়কদের বরাবরই নানান লুকে দেখা যায়, নানা ছবির জন্য তারা নিজেদের লুকের পরিবর্তন ঘটান। সালমান খানও তার ব্যতিক্রম নন। বিভিন্ন ছবিতে বিভিন্ন লুকে দেখা গেছে তাকে। তারমধ্যে মাত্র কয়েকটি ছবিতেই বড় চুলে দেখা গেছে তাকে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘তেরে নাম’ ছবিতে তার লুক। 

তবে এবার যে লুকে ধরা দিলেন ভাইজান, সেই লুকে তাকে আগে দেখা যায়নি। সোমবার সকালে সেই লুক সামনে আসতেই নেটপাড়ায় ঝড় তুলেছেন অভিনেতা। সালমানের নয়া লুকে হইচই পড়ে গেছে বলিউডে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ঘোষণা করেন এই সুপারস্টার। 

একটি টিজার ভিডিয়ো শেয়ার করেছেন তারকা, সেখানে দেখা যাচ্ছে, পাহাড় বেষ্টিত ধূসর মানববর্জিত এক রাস্তা ধরে বাইকে করে এগিয়ে চলেছেন সালমান। পরনে জিনস, বাদামী রঙের শার্ট, কানে বালি, চোখে সানগ্লাস, কাঁধ অবধি লম্বা চুল উড়ছে হাওয়ায়, দাড়ি গোঁফে ঢাকা মুখ। সালমানের এই মাচো লুকে হৈচৈ পড়েছে বলিপাড়ায়। এক কথায় ভাইজানের লুক বেশ পছন্দ করেছে দর্শক।

প্রথম দিন থেকেই খবরে শিরোনামে রয়েছে সলমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রথমে শোনা যায় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরিচালক ফারহাদ সামজি। তারপর শোনা যায় যে, এই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেতাও বদলে গেছে। প্রায় তিনবার বদলেছে এই ছবির নাম। 

প্রথমে ছবির নাম ছিল ভাইজান, তারপর রাখা হয় কভি ইদ কভি দিওয়ালি, অবশেষে শনিবার অফিসিয়ালি এই ছবির নাম ঘোষণা করেন সালমান নিজেই। ছবির নাম ‘কিসি কা ভাই কিসি কি জান’। শোনা গিয়েছিল যে এই ছবি পরিচালনা করবেন সালমান নিজেই। পরিচালকের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য হয়েছে প্রযোজনা সংস্থার। 

তবে সোমবার বোঝা যায় যে এই ঘটনা মোটেও সত্যি নয়। ছবি পরিচালনা করছেন ফারহাদই। তবে এই খবর সঠিক যে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দুই অভিনেতা। তাদের মধ্যে একজন হলেন আয়ুষ শর্মা, যাঁকে বলিউডে লঞ্চ করেন সালমান খান এমনকী তার দ্বিতীয় ছবিও সালমানের সঙ্গে, সম্পর্কে তিনি সলমানের বোন অর্পিতার স্বামী। 

আরেক অভিনেতা হলেন জাহির ইকবাল, তাকেও বলিউডে লঞ্চ করেছিলেন সালমান খান। সালমানের সঙ্গে মতানৈক্যের জেরেই ছবি থেকে সরে দাঁড়ান তারা। যদিও আয়ুষের দাবি যে তার চরিত্রটি খুবই ছোট সে কারণেই এই ছবি ছেড়েছেন তিনি। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কিছু বলেননি তারা কেউই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে