বিনোদন ডেস্ক: বলিউডে আবারও নতুন চমক। নতুন ছবি নিয়ে আসছেন কার্তিক আরিয়ান। এইবছর একের পর এক ধামাকা নিয়ে তৈরি সে। কিয়ারা-কৃতির সঙ্গে জুটি বেঁধেছেন আগেই। এবার দুর্দান্ত টিমের সঙ্গে ফিরছেন কার্তিক।
শীঘ্রই বড়পর্দায় আসছে ‘আশিকী ৩’। আর এবার মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ান। সঙ্গে ধামাকদার জুটি প্রীতম ও অনুরাগ বসু। সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন অভিনেতা নিজেই। লিখলেন, এই প্রোজেক্ট হৃদয়ের সঙ্গে জড়িয়ে যাবে। আমার প্রথম কাজ বসু দার সঙ্গে। টিম আশিকী একেবারে তৈরি।
কার্তিক বলেছেন, “কালজয়ী ক্লাসিক ‘আশিকি’ দেখে আমি বড় হয়েছি। ‘আশিকি ৩’-এ কাজ করা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই সুযোগের জন্য ভূষণ কুমার এবং মুকেশ ভাট্টের কছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। তা ছাড়া আমি অনুরাগ বসুর কাজের এক জন বড় ভক্ত। তার সঙ্গে কাজ করারও সুযোগ পেয়ে গেলাম। আমি অনেক কিছু শিখতে পারব।”
আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে, সিদ্ধার্থ মালহোত্র এবং আলিয়া ভাট্ট তৃতীয় ভাগ নিয়ে আসতে চলেছেন। কিন্তু সে ছবি ফ্লোরে ওঠেনি আদতে। ‘আশিকি ৩’-এ মনোনীত হলেন কার্তিক। আর গানের দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং সুরকার প্রীতম।