মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৫:২২

আমি হৃতিকের প্রতি খুব কঠোর ছিলাম: রাকেশ রোশন

আমি হৃতিকের প্রতি খুব কঠোর ছিলাম: রাকেশ রোশন

বিনোদন ডেস্ক: সুপারস্টার হওয়ার আগে সাধারণের মতো অটো-বাসে যাতায়াত করতেন হৃতিক রোশন! এক সাক্ষাৎকারে ছেলের সম্পর্কে এমন কথাই জানিয়েছেন পরিচালক তথা অভিনেতা রাকেশ রোশন। আজ ৬ সেপ্টেম্বর রাকেশের জন্মদিন। 

জন্মদিনে হৃতিক সম্পর্কে অনেক স্মৃতি উঠে এসেছে রাকেশের কথায়। পরিচালক হিসাবে তত দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাকেশ। নাম-যশ-খ্যাতি— সবই অর্জন করেছেন তিনি। কিন্তু ছেলেকে বাড়ির গাড়িতে চড়তে দেননি রাকেশ। 

অভিনেতা হিসাবে রুপোলি পর্দায় আবির্ভাবের আগে রাকেশের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন হৃতিক। কড়া অনুশাসনের মধ্যে সে সময় বলিপাড়ার এই সুদর্শন অভিনেতাকে রেখেছিলেন রাকেশ।

পরিচালকের কথায়, ‘‘কলেজ পাশ করার পর ‘স্পেশাল এফেক্টস’ শেখার জন্য বিদেশে সুযোগ পেয়েছিল হৃতিক কিন্তু সে এখানেই (মুম্বাই) আমার সঙ্গে ‘করণ অর্জুন’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেয়। সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করে।’’

রাকেশ বলেন, “আমি হৃতিকের প্রতি খুব কঠোর ছিলাম। আমার গাড়িতে ওকে চড়তে দিতাম না। অন্য সহকারী পরিচালক যে ভাবে সেটে থাকতেন, তেমন ভাবেই ওকে থাকতে দিতাম। বাস, অটোয় করে যাতায়াত করত। সেটে হৃতিক আমার ছেলে নয়, সহকারী পরিচালক ছিল। তাই কোনও বাড়তি সুবিধা দিইনি ওকে।’’

করণ অর্জুন ছাড়াও পরিচালক রাকেশের ‘খেল’, ‘কোয়লা’র মতো ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিককে। পরে রাকেশরই পরিচালনায় ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির হাত ধরে নায়ক হিসাবে বলিপাড়ায় আত্মপ্রকাশ ঘটে হৃতিকের। 

প্রথম ছবিতেই বক্স অফিসে ঝড় তুলে রাতারাতি সুপারস্টার হন। পরিচালক হওয়ার আগে রাকেশও ছেলের মতো অভিনেতা ছিলেন। তবে অভিনেতা হিসাবে সে ভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। হৃতিকের প্রশংসা করে নিজেকে ‘গর্বিত’ বাবা বলেছেন রাকেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে