বিনোদন ডেস্ক : আজ সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝু'ল'ন্ত ম'রদে'হ পাওয়া যায়। তার মৃত্যুকে বারবার আ'ত্মহ'ত্যা বলা হলেও এখন পর্যন্ত পরিবার সেটা মানতে নারাজ।
এদিকে সালমান শাহর মৃতুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন অভিনেতা ওমর সানী।
ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার সহযো'দ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে। ’
সালমান শাহ ১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন। ক্যারিয়ারে মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ।
শাবনূরের সঙ্গে জুটি হয়ে ১৩টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। এ জুটির সব কটি সিনেমাই ছিল ব্যবসাসফল। সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, অন্তরা, শিল্পীসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ।
সালমান শাহ তার অভিনয় ও সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন, পরবর্তী সময়ে তৎকালীন তরুণসমাজের মধ্যেও এমন একটি ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে রহস্যজনক মৃত্যু হয় কালজয়ী এ নায়কের।