বিনোদন ডেস্ক: পাকিস্তানের এক তৃতীয়াংশ প্রায় পানির নীচে। জলে তরে ভেসে গিয়েছে হাজার হাজার বহুতল। পাকিস্তানের এরূপ বন্যা পরিস্থিতি দেখে গোটা বিশ্ব চিন্তিত। ঠিক এই সময়ই ফেসবুকে পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াত লিখেছিলেন, পাকিস্তানের মানুষ বলিউড বলতে পাগল। পাকিস্তানের যখন এমন দুর্বস্থা, তখন বলিউডের তারকারা চুপ কেন?
অভিনেত্রী হায়াতের এই পোস্টের পরেই পাকিস্তানে বড় অংকের অর্থ সহায়তা করলেন অনিল কাপুর ও আলিয়া-রণবীর। পাকিস্তানের বন্যার জন্য অনিল কাপুর দান করলেন ৫ কোটি টাকা। তবে শুধু অনিল কাপুর নন। পাকিস্তানকে বড় অংকের অর্থ সাহায্য করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুরও।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বন্যার কারণে পাকিস্তানে মৃ’তের সংখ্যা এক হাজার একশো। ক্ষ’তিগ্র’স্ত হয়েছেন প্রায় তিন কোটি মানুষ। এহেন পরি’স্থিতিতে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।