বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টপচার্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘হাওয়া’। বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার দুপুরে তিনি জানান, এটিই বাংলাদেশের প্রথম কোনো সিনেমা, যেটি যুক্তরাষ্ট্রের টপচার্টে প্রবেশ করেছে।
বাংলাদেশের সীমানা পেরিয়ে উত্তর আমেরিকার বিভিন্ন সিনেমা হলে ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেইসকার্ড প্রডাকশন নির্মিত এ সিনেমাটি প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং আমেরিকায় ৭৩টি মোট ৮৬ হলে মুক্তি পায়।
অলিউল্লাহ সজীব বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেমায় দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সেই ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে হাওয়া ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে। টপচার্টের ২৭ নম্বরে অবস্থান করছে সিনেমাটি।’
অলিউল্লাহ সজীব আরো বলেন, “আপনি যদি ‘অবিশ্বাস্য’ কথাটার একটা বাস্তব রূপ দেখতে চান, নির্দ্বিধায় এটি সেটি। এখন আসেন, কত আয় করে ‘হাওয়া’ এ অভূতপূর্ব ঘটনার জন্ম দিল তা দেখি, প্রথম চার দিনে ‘হাওয়া’র বক্স অফিস কালেকশন: ২১৩,৪৬১ ডলার (কানাডা: ৮৬,৩১২ ডলার, আমেরিকা: ১২৭,১৪৯ ডলার)।