বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। তবে বলিউডে সেভাবে এখনো জায়গা পাকা করতে পারেননি তিনি। অনেকেই ভেবেছিলেন যে ‘বাহুবলী’র চূড়ান্ত সাফল্যের পর তামান্নার জন্য বলিউডের দরজা খুলে যাবে, কিন্তু তা হয়নি।
তবে পরিচালক মধুর ভান্ডারকরের ‘বাবলি বাউন্সার’ ছবির মাধ্যমে বলিউডে বাউন্সার হাঁকাতে প্রস্তুত তামান্না ভাটিয়া। ছবির ট্রেলারে তেমন ইঙ্গিত পাওয়া গেল। গত সোমবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় ‘বাবলি বাউন্সার’-এর ট্রেলার।
অনুষ্ঠানে তামান্না বলেন, ‘যখন প্রথম এই ছবির চিত্রনাট্য শুনি, তখন থেকেই ট্রেলার মুক্তির দিনটার জন্য অপেক্ষা করে আছি। তাই আজ আমার জীবনের অত্যন্ত বিশেষ দিন। শুরুতেই মধুর স্যারের কথা বলতে হয়। তার ছবি মানেই যেন উষ্ণ আলিঙ্গন। আমি বরাবরই মধুর স্যারের ভক্ত। তার মতো ঠান্ডা মাথার, হাসিখুশি পরিচালক দ্বিতীয়টি দেখিনি।’
নিজের চরিত্রের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে আমি হরিয়ানি জাঠের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি হৃদয়ের খুব কাছের। কারণ, আমার ভাবি হরিয়ানি জাঠ। তাই বাবলি চরিত্রটি করতে তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। শারীরিক ছাড়াও চরিত্রটির জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। হরিয়ানি আদবকায়দা রপ্ত করতে হয়েছে। আশা করছি এবার উত্তরের মানুষের মন জয় করতে পারব।’