বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রশংসার ঝড়। তা কী করলেন জুনিয়ার বচ্চনের ঘরণি? মঙ্গলবার মুক্তি পেয়েছে দক্ষিণী ছবির পরিচালক মণিরত্নমের ‘পোন্নিয়াম সেলভান’ ছবির ট্রেলার।
চেন্নাইয়ে এই ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিল ছবির গোটা টিম। হাজির ছিলেন রজনীকান্ত ও কমল হাসানও। এই অনুষ্ঠানেই রজনীকান্তকে দেখে এগিয়ে এলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সামনে থালাইভাকে পেয়ে রীতিমতো পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ঐশ্বর্য। রজনীকান্ত ও ঐশ্বরিয়ার সেই ভিডিও ভাইরাল হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ঐশ্বর্যের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রজনীকান্তের সঙ্গে রোবট ছবিতে জুটি বেঁধেছিলেন ঐশ্বর্য। বড়পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া। তাও আবার মহারানি হয়ে। প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’-এর মাধ্যমেই সেলুলয়েডে কামব্যাক করছেন বচ্চন পরিবারের বধূ। ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ট্রেলার।