বিনোদন ডেস্ক : ২০২১ সালের ডিসেম্বর রাজস্থানে ধুমধাম করে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথমবার কফি উইথ করণ-এ ক্যাটরিনা। তবে স্বামী ভিকির সঙ্গে নয় তিনি আসছেন তাঁর আগামী হরর কমেডি 'ফোন ভূত' ছবির তারকাদের সঙ্গে। অর্থাৎ Koffee With Karan Season 7 এর নতুন পর্বে দেখা যাবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) , সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরকে ।
ছবির প্রসঙ্গ থেকে ব্যক্তিগত সব নিয়েই খোলামেলা আলোচনা করতে দেখা যাবে তারকাদের। 'কফি উইথ করণ' ক্যাটের জন্য বেশ স্পেশ্যাল। করণ এই শো-তে এসেই দুবছর আগে ক্যাটরিনা বলেন, তাঁকে সম্ভবত ভিকির সঙ্গে জুটি হিসেবে ভালোলাগবে। তবে অনস্ক্রিন জুটি বাঁধা না হলেও। ভিকির (Vicky Kaushal) সঙ্গে সংসারের বাঁধনে নিজেকে বেঁধেছেন অভিনেত্রী।
ক্যাটরিনা-ভিকির সম্পর্ক নিয়ে শো এর হোস্ট করণ জোহরের উৎসাহের অন্ত। এর আগের পর্বে যখন ভিকি আসেন তখন ক্যাটকে নিয়ে একাধিক প্রশ্ন করেন করণ। এবার ক্যাটরিনার কাছেও ভিকির সম্বন্ধে জানতে চান করণ। তখন ক্যাটরিনা জানান কো'ভি'ডের পর কীভেব তাঁকে খুশি করতে প্রায় টানা ৪৫ মিনিট ক্যাটরিনার গানে নাচেন ভিকি।
ক্যাটরিনার কথায়, ‘আমার জন্মদিনের সময়কার কথা আমি সবে সুস্থতার কো'ভি'ড থেকে সুস্থ হয়ে উঠছিলাম। কো'ভি'ডের দিনগুলো সত্যি খুব কঠিন ছিল। ভিকি বুঝতে পারে যে আমি ভাল নেই। আর আমাকে চার্জ করতে, ভিকি আমার প্রতিটি গানে টানা ৪৫ মিনিট ধরে নেচেছিলেন। সেখানে উপস্থিত সকলের প্রশ্ন ছিল, ‘ভিকি প্রতিটি স্টেপ কীভাবে জানেন?’ ভিকি শুধু চেয়েছিল আমায় খুশি করতে, আমায় হাসাতে।
করণের সঙ্গে কফি কাপের আড্ডা মানেই রাগঢাকের কোনও ব্যাপার নেই। ব্যক্তিগত জীবন থেকে সেলেবদের গোপন তথ্য ফাঁস করার জন্যই কফি উইথ করণের জনপ্রিয়তা তুঙ্গে।
প্রোমোতে দেখা যাচ্ছে, আলিয়া ভাটের সুহাগরাত বা ফুলসজ্জার রাত নিয়ে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)প্রশ্ন করলেন করণ জোহর। এই শোয়ের দর্শকরা জানেন যে আলিয়া ভাট করণের কাউচে এসে সাফ জানিয়েছিলেন তাঁর কাছে ফুলসজ্জার রাতের আলাদা কোনও অর্থ নেই। সেই মর্মে প্রশ্ন করতেই ক্যাটরিনা বলেন, ‘সবসময় সুহাগরাত ই হতে হবে এমন কোনও ব্যপার নেই। সুহাগদিনও তো হতে পারে!’
শুধু ক্যাটরিনাকেই নয় করণ জোহর এইদিন আরেক অতিথি ইশানকে অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে প্রশ্ন করেন, 'কেন ব্রেকআপ করলে অনন্যার সঙ্গে?' পালটা ইশানের মন্তব্য, 'আমি করেছি? কারণ, সম্প্রতি তুমি বলেছো যে ও (অনন্যা পাণ্ডে) আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। আমি ওই এপিসোডটা পুরোটা দেখেছি। তুমি ওকে সম্পর্ক ভাঙার জন্য প্রশ্ন করেছিলে। তথ্যসূত্র : এই সময়