বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে একাধিক গুঞ্জন জল্পনা শোনা যায়। কখনও তাদের একাধিক সম্পর্কে কথা শোনা গিয়েছে তো কখনও তাদের অজানা তথ্য উঠে এসেছে। যা নিয়ে জোর জল্পনা। এমন অনেক বলিউড অভিনেত্রীরা আছেন বিয়ের আগেই গভবর্তী হয়ে পড়েছিলেন। জেনে নিন কারা।
শ্রীদেবী: বনি কাপুরের সম্পর্ক থাকার সময়ই গর্ভবর্তী হয়ে পড়েছিলেন অভিনেত্রী শ্রীদেবী। তখন বনি কাপুর তার প্রথম স্ত্রী মানে অর্জুন কাপুরের মাকে ডিভোর্স দেন এবং শ্রীদেবীকে বিয়ে করেন। বনি ও শ্রীদেবীর প্রথম সন্তান জাহ্নবি কাপুর।
কঙ্কনা সেন শর্মা: দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন রণবীর সোরে ও কঙ্কনা সেন শর্মা। বিয়ের পরেই তিনি গর্ভবর্তী হয়েছেন এটা সকলকে জানিয়েছেন। যদিও এতো তাড়াতাড়ি সম্ভব না বলে অনুমান করেছিলেন অনুগামীরা। তাদের মতে বিয়ের আগেই গর্ভবর্তী হয়ে পড়েছিলেন কঙ্কনা সেন শর্মা।
নীনা গুপ্তা: ক্যারিবীয় ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন নীনা। তার সঙ্গেই তিনি গর্ভবর্তী হয়ে পড়েছিলেন। যদিও ভিভিয়ান তাকে বিয়ে করেননি। এই ঘটনার পরও ভিভিয়ান তার প্রথম স্ত্রীর সঙ্গে ছিলেন তারপর নীনা একটি কন্যা সন্তান হয়। তিনি একাই মানুষ করছেন সেই সন্তানকে, বলে শোনা যায়।
মহিমা চৌধুরী: বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীকে সকলেই চেনেন। পরদেশ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বেশ জনপ্রিয় হয়েছিলেন। ২০১৬ সালে ববি মুখোপাধ্যায় সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। তারপরেই তিনি মা হতে চলেছেন বলে নিজেই জানান। এখবরে খুব অবাক হয়েছিলেন অনুগামীরা।
অমৃতা আরোরা: বলিউড অভিনেত্রী অমৃতা আরোরা তার প্রেমিক সাকিল লাদাখে বিয়ে করেছিলেন। যিনি পেশায় একজন ব্যবসায়ী। তারপরই তিনি গভবর্তী খবরটি জানিয়েছিলেন। যদিও এতো তাড়াতাড়ি এটি সম্ভব না বলে অনুমান অনুগামীদের।
সেলিনা জেটলি: পিটার হ্যাগের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক সেলিনা জেটলি। যিনি দুবাইতে থাকতেন। ২০১১ সালে জুলাই মাসে তারা বিয়ে করেন। ২০১২ সালে মার্চ মাসে যমজ সন্তানের জন্ম দেন তিনি। বিয়ে আগে সন্তানসম্ভবা হওয়ার খবর অস্বীকার করেছিলেন সেলিনা।
সারিকা: সারিকা দক্ষিণ ভারতীয় অভিনেতা কমল হাসানকে বিয়ে করেছেন। বিয়ের আগে তারা এক সঙ্গে থাকতেন। সেই সময়ই তাদের প্রথম সন্তান হয় শ্রুতি হাসান। তারপর তার দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তারপর এই তারকা দম্পত্তি বিয়ে করেছিলেন বলে জানা যায়। তারা সুখী দম্পতির মধ্যে একজন।