বিনোদন ডেস্ক: প্রায় দিনই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন কামাল রশিদ খান কেআরকে। তিনি স্বঘোষিত ফিল্ম বিশ্লেষক। কিন্তু একী! বৃহস্পতিবার, হঠাৎ তিনির টুইটার হ্যান্ডেল থেকে তার ছেলে ফয়সাল কামালের পোস্ট সবার নজর কেড়েছে।
ফয়সাল লেখেন, তার বাবার প্রাণ সংশয় রয়েছে। বাবাকে সাহায্যের জন্য আবেদন করে নিজের ট্যুইট অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করেন তিনি। কাতর আর্তি, 'আমি চাই না, আমার বাবার পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো হোক।'
একটা নয় বাবার ট্যুইটার হ্যান্ডেল থেকে বৃহস্পতিবার মোট দুটি ট্যুইট করেন কামাল আর খানের ছেলে ফয়সাল। প্রথম ট্যুইটে লেখেন, 'আমি কেআরকের ছেলে ফয়সল কামাল। মুম্বাইতে কিছু লোকজন আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমার বয়স মাত্র ২৩, আমি লন্ডনে থাকি।”
তিনি আরও লেখেন, “আমি জানি না, বাবাকে এখান থেকে বাবাকে কীভাবে সাহায্য করব। আমি জুনিয়র বচ্চন, রীতেশ দেশমুখ, দেবেন্দ্র ফড়নবিশ-এর কাছে আমার বাবার প্রাণ বাঁচানোর আর্তি জানাচ্ছি। আমি এবং আমার বোন কেউই ওকে ছাড়া বাঁচব না।'
দ্বিতীয় ট্যুইটে কেআরকের ছেলে ফয়সাল লেখেন, 'কারণ উনিই আমার জীবন। আমি চাই ওঁর প্রাণ বাঁচাতে জনতাও আমার পাশে থাকুক। আমি চাই না, সুশান্ত সিং রাজপুতের মতো আমার বাবার মৃত্যু হোক।'