বিনোদন ডেস্ক: সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সদস্য এভং নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই ঘটনা বাকি দলের উপর কতটা প্রভাব ফেলছে? বাকিদের ভাবমূর্তিও কি খারাপ হচ্ছে? এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
মূলত কয়েকদিন আগেই মমতা সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। সেই বক্তব্যে জুন মালিহা ও মিমি চক্রবর্তীসহ বিভিন্ন চলচ্চিত্র শিল্পীদের লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী। যদিও এই ঘটনা ঘটার পরবর্তীতেই তাতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং এই বিষয়ে কড়া পদক্ষেপ করেন তিনি।
গতকাল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে একটি টক শোতে যোগ দিয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এই বক্তব্য নিয়েই প্রতিক্রিয়া দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। আর এই প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শ্রীকান্ত মাহাতো দলের কেউ বা মন্ত্রী না হলে তার বিরুদ্ধে মানহানির মামলা করতেন মিমি।
এরপর বাকি জীবনটা আদালতের দরজায় ঘোরাঘুরি করতে করতেই কেটে যেত তার। মিমি আরও বলেন, "এখনও পর্যন্ত আমার জীবনটা আমি সৎ ভাবে কাটিয়েছি। সততাই সবসময় আমার লক্ষ্য থেকেছে। সেই কারণে অনেকেই আমাকে বলেন আমি রাজনীতির জন্য হয়তো তৈরি হয়নি।"