শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৪:২৭

গান্ধীজি নয়, নেতাজির কারণে আমরা স্বাধীনতা পেয়েছি: কঙ্গনা

গান্ধীজি নয়, নেতাজির কারণে আমরা স্বাধীনতা পেয়েছি: কঙ্গনা

বিনোদন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ প্রকল্পের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক নেতা ও তারকারা। অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন মোদি।

দেশটির রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অনুষ্ঠান শুরুর আগেই সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, গান্ধীজি নয়, নেতাজির কারণে আমরা স্বাধীনতা পেয়েছি।

বলিউড কুইন বলেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি তা নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বীর সাভারকরের মতো বিপ্লবীদের কারণে। এই স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি, স্বাধীনতা পেয়েছি নিজেদের অধিকারে, এর জন্য লড়াই করতে হয়েছে আমাদের।

কঙ্গনা আরও বলেন, নেতাজি সুভাষ চন্দ্র ক্ষমতার জন্য ক্ষুধার্ত ছিলেন না, স্বাধীনতার জন্য ক্ষুধার্ত ছিলেন। আমি নেতা সুভাষ চন্দ্রের অনুগামী, আমি একেবারেই গান্ধীবাদী নই। এটা হয়তো অনেক লোককে বিরক্ত করবে যে, আমি এই ধরনের কথা বলছি। তবে প্রত্যেকেরই একটা নিজস্ব এবং পছন্দের আদর্শ রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে