শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮:৪০

বলিউডের কাজ পেতে গিয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শামা

বলিউডের কাজ পেতে গিয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শামা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শামা সিকান্দার। বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত এই অভিনেত্রী। বিনোদন জগতে তাঁর একটি দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। কয়েক মাস আগেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক জেমস মিলিরনকে বিয়ে করেন। তবে তিনি এখন বিরতিতে আছেন।  

খুব শিগগিরই একটি ভালো শো-এর মাধ্যমে প্রত্যাবর্তন করবেন তিনি।   মায়ার মতো হালের ওয়েব সিরিজ করে আলোচিত শামার বলিউডে অভিষেক বেশ আগে। ১৯৯৯ সালে আমির খানের সিনেমা ‘মন’ এও দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি, অভিনেত্রী একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিনোদন ইন্ডাস্ট্রিতে তাঁর অতীত নিয়ে মুখ খুলেছেন। কী ভাবে তিনি বলিউডে কা'স্টিং কা'উ'চের শি'কার হয়েছিলেন সেই অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন।

অভিনেত্রী শামা বলেন, “বর্তমানে ইন্ডাস্ট্রি অনেকটাই বদলে গেছে। আজ, তরুণ প্রযোজকরা অনেক বেশি পেশাদার এবং মানুষকে সম্মান দিয়ে আচরণ করে। তাঁদের কাজের জন্যে কোনও যৌ' ন' তার ধারণা নেই। অতীতে, আমি যখন প্রযোজকদের সঙ্গে দেখা করি, তখন প্রযোজকরা কাজ দেওয়ার নাম করে আমার শরীর চাইতো।  

শামা বলেন, তাঁরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো। কাজের বিনিময়ে যৌ' ন মি' লন চাইতো তাঁরা, যা খুবই নিম্ন। এর মধ্যে একজন ভ'য়'ঙ্কর ছিলেন। বেশিরভাগ প্রযোজক-পরিচালকরা ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত ছিলেন। প্রচুর বন্ধুত্বের প্রস্তাব পেয়েছি আমি। তাঁরা বলত বন্ধু না হলে একসঙ্গে কাজ করব কি করে, আসলে সবটাই বন্ধুত্বের নাম নিয়ে যৌ' ন আহ্বান।  

জানালেন, তবে কা'স্টিং কা'উ'চ শুধু বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সবখানেই আছে।

 শামা ইয়ে মেরি লাইফ হ্যায়, সিআইডি, বাটলিওয়ালা হাউস নং ৪৩, কাজজল, সেভেন, বাল বীর জেন্ড মন মে হ্যায় বিশ্বাসের মতো টিভি শো দিয়ে পরিচিতি পান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে