বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় নায়ক ওমর সানি আবারও ফিরছেন নায়ক চিরিত্রে নতুনভাবে। ‘রাজা ৪২০’ শিরোনামে চলচ্চিত্রে তাকে আবারও নায়ক হিসেবে পাওয়া যাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাবিনা বৃষ্টি। ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে।
ওমর সানি জানান, ‘এতে দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। কমেডি ধাঁচের কাহিনী নিয়ে করা এ ছবিটির ব্যাপারে আমি বেশ আশাবাদী’।
তিনি বলেন, ‘ভিন্ন আঙ্গিকে নির্মাণ করা এ ছবিটি সবার পছন্দ হবে বলে আশা করছি। ছবিতে আমার ও রাবিনার একটি গানও থাকছে'।
উত্তম আকাশ বলেন, ‘আমাদের সামাজিক অবস্থান থেকে আমরা বহু মানুষকে প্রতারিত হতে দেখি। মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারায় অনেকেই। সমাজের এ রকম নানা বাস্তব গল্প চিত্রিত হয়েছে এই চলচ্চিত্রে’।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন