বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির প্রথম প্রযোজিত ছবি ‘মায়ার বাঁধন’। ছবি নির্মাণের ঘোষণা আগেই তিনি দিয়েছেন। এখনও শুরু হয় নি ছবির কাজ। ছবিতে কে নায়ক থাকছেন?
একটি গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে মাহি বলেছেন, ‘ছবিতে তো মানুষ হিরো নেই! আমার প্রযোজিত প্রথম ছবিতে কুকুরই নায়ক’।
জাজের সাথে মান-অভিমান। আবারও জাজে ফেরা। এ নিয়ে নানা গুঞ্জন। তবে শেষ পর্যন্ত কি হচ্ছে?
এর জবাবে মাহি জানিয়েছে, ‘আসলে জাজের সঙ্গে কখনও ঝগড়া লাগেনি। কিন্তু জিনিসটা হতে পারে, যে আমার কোনও কিছুর উপর হয়তো তাদের রাগ ছিল বা অভিমান ছিল। যার কারণে তারা এরকম করেছে’।
তিনি বলেন, ‘আমার অনেক ভুল থাকবে, অনেক ত্রুটি থাকবে; সো তারা আমাকে শাসন করতে পারে। তার মানে এটা নয় যে, আর কখনোওই তাদের সঙ্গে কাজ করা হবে না। অবশ্যই ফিরব। তারা যখনই অফার করবে তখনই আমি ফিরব। তারা আমার অভিভাবক’।
মাহি বলেন, ‘জাজ প্রজেক্ট করত, আমি কাজ করতাম। সেইম সারা জীবনই হবে, যদি তারা আমাকে চায়’।
স্ক্যান্ডাল রটলে মাহির ভালোই লাগে। এমনটা তিনি নিজেই জানালেন। ওই গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘স্ক্যান্ডাল আমার ভালোই লাগে। কারণ... মাঝে মাঝে একটু পরীক্ষা হয় আমাকে নিয়ে মানুষ কতটুকু আগ্রহী’।
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, একটা নেগিটিভ নিউজ মানুষ এত পড়ছে বা এত বেশি দেখছে আমার পেছনে এত সময় দিচ্ছে। আমার ভালোই লাগে’।
মাহি বলেন, ‘মিডিয়া আমাকে যে সাপোর্ট দিয়েছে, সেটা উল্লেখযোগ্য। কারণ মিডিয়া যদি আমাকে জায়গা না দিত, আমাকে নিয়ে পজেটিভ না লিখত- তবে এ পজিশনে আসতে পারতাম না। এ কারণে তাদের অবশ্যই অধিকার আছে আমাকে নিয়ে নেগিটিভ নিউজ করার। অ্যাপ্রিশিয়েট মাই স্ক্যান্ডাল নিউজ’। সূত্র: বাংলাট্রিবিউন
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন