বিনোদন ডেস্ক : গেলো বছরের অক্টোবরে হিন্দি ছবি ‘গাওয়া: দ্য উইটনেস’ চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের আলোচি নুসরাত ফারিয়া। এতে তিনি ইমরান হাসমির বিপরীতে অভিনয় করবেন বলেই খবর রটেছিলো।
এদিকে ছবিতে চুক্তিবদ্ধ তিনি হয়েছেন। কিন্তু আদৌতে ছবিটির কাজ শুরু হয় নি। কবে হবে? সে খবরও নেই। এরই মধ্যে শোনা যাচ্ছে ছবিতে নাকি ইমরান হাসমি থাকছেন না! তাহলে কে থাকছেন নায়ক হিসেবে?
এমন প্রশ্নে গুঞ্জন উঠেছে রণদীপ হুদা থাকতে পারেন ‘গাওয়া: দ্য উইটনেস’। ফারিয়া জানিয়েছেন, ‘ছবিতে ইমরান হাশমী থাকছেন না। পরিচালক সিডিউল মেলাতে পারেননি। তিনি অন্য কাউকে ট্রাই করছেন।’
এদিকে ছবিটি আদৌতে হবে কি না! এ নিয়েও রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। শুধু তাই নয়, এ নিয়ে নানা টিপ্পনীর মুখেও পরতে হচ্ছে ফারিয়াকে। তার শুধু এ বাংলাতেই নয়, কলকাতাতেও এ নিয়ে নানা ধরণের হাস্যরসের সৃষ্টি হচ্ছে।
এদিকে একটি সূত্র ছবিটির কাস্টিং ডিরেক্টর যোসেফের বরাত দিয়ে জানিয়েছে, ‘ইমরান হাশমীর বদলে করণ সিং গ্রোভার আর রণদীপ হুদার সঙ্গে কথা চলছে। তবে শেষ পর্যন্ত রণদীপ থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত। যা শিগগিরই জানানো হবে নুসরাত ফারিয়াকে’।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন