শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০২:১২:০২

বলিউডে আরো একটি বিচ্ছেদ

বলিউডে আরো একটি বিচ্ছেদ

বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে সুখী দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন নির্মাতা ফারহান আখতার ও অধুনা আখতার। তবে সে সুখ বুঝি আর তাদের সইলো না। তারা তাদের সম্পর্কের ইতি টানলেন বিচ্ছেদের মধ্য দিয়ে।

দীর্ঘ ষোল বছর একসঙ্গে ঘর করার পর হঠাৎ করেই তারা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করলেন! কিন্তু কেন! এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতবাক বলিউড।

জানা গেছে, দীর্ঘ ষোল বছর ধরে একসেঙ্গ সংসার জীবন যাপন করছিলেন অভিনেতা ও মেধাবী নির্মাতা ফারহান আখতার ও স্ত্রী অধুনা অাখতার। কিন্তু হঠাৎ করেই আজকে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি। তাদের বিবাহিত জীবনে দুই সন্তান রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সদ্য বিচ্ছেদ ঘটে যাওয়া এই দম্পতি বলেন, খুব ভেবেচিন্তেই ষোল বছরের সংসার জীবনের ইতি টানছেন তারা। তবে সেপারেশন হয়ে গেলেও সন্তানদের দেখাশোনা করবেন দুজনই। এই মুহূর্তে বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখার আর্জি জানিয়েছেন তারা।’
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে