শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০২:২৬:৪১

সিনেমা নয়, বাস্তবেই আখের রস বিক্রেতা অক্ষয়!

সিনেমা নয়, বাস্তবেই আখের রস বিক্রেতা অক্ষয়!

বিনোদন ডেস্ক : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। দেশে এবং বিদেশজুড়ে তার রয়েছে তারকাখ্যাতি। আর সেই তারকা কিনা ফুটপাথে দাঁড়িয়ে আখের রস বিক্রি করছেন! আর সেই আখের রস বিক্রি থেকে তিনি আয়ও করেছেন ১০ হাজার রুপি!

ভাবছেন এটা সিনেমার গল্প। এমন এক গল্পে তাকে পর্দায় দেখা যাবে! না। এটা বাস্তবতা। কোন অভিনয় নয়। অক্ষয় যোধপুরের রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করে বেড়াচ্ছেন। এটাই অক্ষয়ের নতুন সিনেমা ‌‘এয়ারলিফটে’র প্রচার চমক।

অক্ষয় নিজেই বলছেন, ‘এয়ারলিফটে’ তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, সেটা থেকেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। তার সঙ্গেই আরও একটি টেলিভিশন শো-র জন্য অক্ষয় এখন ফেরিওয়ালা।

মিশন স্বপ্ন, যা আগামী এক সপ্তাহ ধরে ভারতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে, তার প্রচারে যোধপুরের রাস্তায় রস্তায় অক্ষয় কুমার ওরফে রজত ভাটিয়াকে দেখা যাচ্ছে আখের রস বিক্রেতার ভূমিকায়।

ইতিমধ্যেই ১০,০০০ রুপি আখের রস বিক্রি করেছেন তিনি। কিন্তু এতেও মন ভরেনি তার। আরও অর্থ সংগ্রহ করতে তিনি আরও আখের রস বিক্রি করবেন!
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে