বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ও সমালোচি অভিনেত্রী সানি লিওন। তার বিতর্কীত অতীতের জন্য অনেকে অভিনেতাই তার বিপরীতে অভিনয় করতে রাজি নন। কিন্তু বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান নিজেই জানিয়েছেন, তিনি সানি লিওনের সঙ্গে অভিনয় করতে চান।
এদিকে বহুকাল আগের থেকেই সানি লিওন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অন্ধ ভক্ত। আর সেই স্বপ্নে তারকার কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে খুব উচ্ছ্বসিত সানি লিওন। সে খুশিতে সানি লিওনও টুইট করে প্রকাশ করেছেন তার আনন্দ।
সানি লিওন লিখেন,'তুমি (আমির) আমার সারা বছরটা ভাল করে দিলে। তুমি যেভাবে আমার প্রতি শ্রদ্ধা দেখালে তাতে আমি খুব সুখি।'
এরমধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলেন, 'সানি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হব। তোমার 'অতীত' নিয়ে সত্যিই আমার কোনও সমস্যা নেই, যেমনটা দেখাতে চাওয়া হয়েছে ইন্টারভিউতে। প্রার্থনা করি, মঙ্গল হোক তোমার। ভালবাসা জানাই।'
সেই সঙ্গে বিতর্কিত এই সাক্ষাত্কারে যেভাবে প্রশ্নকর্তাকে সহজভাবে মেজাজ না হারিয়ে সামলেছেন, তারও প্রশংসা করেছেন আমির।
এদিকে এর আগে সানি লিওন আমির খানের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এই বিষয়েই সেই সাংবাদিক সানি লিওনকে তীর্যকভঙ্গিতে প্রশ্ন করেছিলেন, তাহলে বলছেন, আপনি আমিরের সঙ্গে কাজ করতে চাইলেও তিনি চান না!
এমন প্রশ্নে সানি জবাব দিয়েছিলেন, ‘আমার কোনও ধারণা নেই। আপনিই আমিরকে এই প্রশ্নটা করুন। তবে আমি এখনও আমিরের বড় ভক্ত। ওর সব ছবি দেখি।’
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন