বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। পরিচালক অয়ন মুর্খাজীর এই সিনেমা নিয়ে জোর চর্চা বলিউডে। ব্রহ্মাস্ত্র মুক্তির পরও জোর কদমে প্রমোশন করতে দেখা যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। এই ছবির পার্ট ওয়ান তৈরি করতে যে ৬৫০ কোটি ব্যায় হয়েছে।
কিন্তু ব্রহ্মাস্ত্রে কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর-আলিয়া? জানলে চমকে যাবেন! ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান তৈরি করতে যে অর্থই ব্যায় হোক না কেন, এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি রণবীর। এমনকী, ২০১৪ সালে আলিয়া ভাট যখন এই ছবির শ্যুট শুরু করেন, সেই সময় তিনিও তেমন কোনও পারিশ্রমিক দাবি করেননি।
২০১৪ সালে আলিয়া যখন এই ছবির শ্যুট শুরু করেন, সেই সময় তিনি আজকের মত তারকা ছিলেন না। ফলে খুব কম পারিশ্রমিকেই আলিয়া এই ছবির জন্য স্বাক্ষর করেন। সবকিছু মিলিয়ে রণবীর কাপুর বা আলিয়া ভাট কেউ বিনা পারিশ্রমিকে আবার কেউ খুব কম মূল্যে অয়নের ছবির জন্য স্বাক্ষর করেন।
সবকিছু মিলিয়ে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানের জন্য পারিশ্রমিক নয়, নিজের অভিনয় দক্ষতা, সংযম সবকিছুকে কাজে লাগিয়ে ছবিকে এগিয়ে নিয়ে গিয়েছেন রণবীর, আলিয়া। এই ছবিতে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, দক্ষিণে সুপারস্টার নাগার্জুনা, মৌনী রায়ও স্ক্রিন শেয়ার করেন।