বিনোদন ডেস্ক : বলিউডের খানদের একের পর এক ঝামেলা লেগেই আছে। একটা সারছে তো আরেকটা ঝামেলা এসে দুয়ারে কড়া নাড়ছে। এবার একসঙ্গে ঝামালায় চড়াতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ ও ভাইজান সালমান।
রিয়েলিটি টিভি শো বিগ বসের এক অনুষ্ঠানের সেটে কালী মন্দিরে জুতো পরে দেখা যায় শাহরুখ খান, সালমান খানকে। দিল্লি হাইকোর্টে এই নিয়ে দায়ের করা হয়েছে মামলা।
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে আদালতে ওই মামলাটি দায়ের করেন আইনজীবী গৌরব গুলাটি।
আইনজীবীর অভিযোগ, জেনে শুনে পরিকল্পনা করেই শাহরুখ, সলমন ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন। শুধু শাহরুখ, সালমানরা নন, এই অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক, এবং সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
গুলাটি ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ/২৯৮/৩৪ ধারায় এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে এই ভিডিওটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন