বিনোদন ডেস্ক: বলিউডের মেলোডি সম্রাট সোনু নিগম। কণ্ঠে জাদুতে আচ্ছন্ন থাকে আট থেকে আশি। সেই সোনু নিগম দেব ও প্রসেনজিৎ জুটির ‘কাছের মানুষ’ সিনেমায় গান গেয়েছেন। আর তার জন্য দেওয়া পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন।
হ্যাঁ, এমনটাই করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী। বাংলা গানটি গাইলেও কোন কারণে পারিশ্রমিক ফেরালেন সোনু নিগম? গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘কাছের মানুষ’ সিনেমার ‘মুক্তি দাও’ গানটি। নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন সোনু নিগম। এর আগেও তিনি বাংলা সিনেমার জন্য গান গেয়েছেন।
তবে “যদি ভালবাসো, আমায় মুক্তি দাও” এই গানটি রেকর্ড করার সময় আবেগঘন হয়ে ওঠেন সোনু। তার চোখ জলে ভিজে যায়। গানটি তার এতই পছন্দ হয় যে তার জন্য নেওয়া পারিশ্রমিক ফিরিয়ে দেন। সোনু জানান, গানটি গেয়ে তার মন ভরে গিয়েছিল। তাই চোখের কোণে জল এসেছিল।
“যদি ভালবাসো, আমায় মুক্তি দাও…” লাইনটি সারা জীবন তিনি মনে রাখবেন বলেও জানান। সংগীতশিল্পী বলেন, “গানটি যোগ্য সম্মান পেয়েছে। মানুষ পছন্দ করেছেন, ভালবেসেছেন এবং আমার কণ্ঠ তাদের মন ছুঁয়ে গিয়েছে এতে আমি অত্যন্ত খুশি।” উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে দেব ও প্রসেনজিতের ‘কাছের মানুষ’।