বিনোদন ডেস্ক: কপিল শর্মা একবার মজা করে বলেছিলেন, মুম্বাইয়ের যে কোনও অভিজাত এলাকাতে ফ্ল্যাট কিনতে গেলেই নাকি শুনতে হয় এই জায়গায় অক্ষয় কুমারের ফ্ল্যাট রয়েছে। অক্ষয়ের যে সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া তা তো সকলেই জানেন।
তবে জানেন কি বলিউডের খিলাড়ি কুমার এবার সম্পত্তি বেচলেন? কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দিলেন অক্ষয় কুমার। বলিউডের এক পরিচিত সঙ্গীত পরিচালককে বেচেছেন। তিনি ডাবু মালিক। অনু মালিকের ভাই ও আরমান-অমল মালিকের বাবা। কত টাকার সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয়?
মানিকন্ট্রোল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৬ কোটির টাকার সম্পত্তি অক্ষয়ের থেকে কিনেছেন ডাবু। যে বাড়িটি তিনি কিনেছেন তা আন্ধেরি ওয়েস্টের অবস্থিত। ১২৮১ স্কোয়ার ফুটের ওই জায়গায় রয়েছে ৫৯ স্কোয়ার ফুটের এক বারান্দাও। ২০১৭ সালে ওই বাড়ি কেনেন অক্ষয়। বাড়ি কিনতে তার খরচ হয়েছিল ৪ কোটিও ১২ লক্ষ টাকা।
রিয়েল এস্টেটে নিয়োগ করেন অক্ষয়। বাড়ি কেনা বেচা অথবা ভাড়া দিতে দেখা যায় তাকে। তবে শুধু অক্ষয়ই নন। বলিউডের অনেক সেলিব্রেটিই অক্ষয়ের মতোই বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে। পরে ভাল দাম বুঝে তা বিক্রি করেন। লাভবানও হন। এ বছরটা একেবারেই ভাল যাচ্ছে না অক্ষয়ের।
দক্ষিণী ছবির আধিপত্য ও সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়। তার সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”।