শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৩:৫২:৪১

রামদেবকে পাল্লা দিয়ে যোগব্যায়াম করলেন শিল্পা

রামদেবকে পাল্লা দিয়ে যোগব্যায়াম করলেন শিল্পা

বিনোদন ডেস্ক : ভারদের যোগব্যায়ামের গুরু রামদেবের ভীষণ ভক্ত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তবে এবার গুরুর সাথে ভক্ত শিল্পা একই মঞ্চে যোগব্যায়ামে রামদেবকে পাল্লা দিলেন। ২০ জানুয়ারি, বুধবার একই মঞ্চে যোগ ব্যায়াম করেন তারা।

এ সময় তারা বেশ কয়েকটি আসন করে দেখান। যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। আসনগুলোর মধ্যে ছিল ধনু আসন, ভুজঙ্গাসন বা কোবরা আসন ইত্যাদি।

ভক্তদের জন্য সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শিল্পা শেঠি। গুরুর সঙ্গে যোগব্যায়ামে পাল্লা দিতে পেরে শিল্পা ভীষণ খুশি বলে জানিয়েছেন।

শুধু তাই নয় স্বাস্থ্যকর জীবন যাপন নিয়ে লেখা শিল্পার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ বইয়ের একটি কপি রামদেবকে উপহার দিয়েছেন এ তারকা অভিনেত্রী।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে