শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৫:৩০

ঋতুপর্ণাকে এ কি বললেন? তাহলে কি ৪র্থ বিয়ে করছেন প্রসেনজিৎ!

ঋতুপর্ণাকে এ কি বললেন? তাহলে কি ৪র্থ বিয়ে করছেন প্রসেনজিৎ!

বিনোদন ডেস্ক: ঘরের দরজা বন্ধ, সেখানে হঠাৎ 'ঋতু ঋতু' করে চিৎকার জুড়ে দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। ডাকাডাকি শুনে হাজির হলেন ঋতুপর্ণা। বললেন, 'আরে কী হল, এত চেঁচামিচি করছ কেন?' তখন আওয়াজ নামিয়ে ঋতুপর্ণাকে প্রসেনজিৎ বলেন, 'এবার বিয়ের তারিখটা ঠিক করা উচিত?'

লজ্জা পেয়ে তখন ঋতুপর্ণার মন্তব্য, 'কী আজেবাজে বকছো! বিয়ের ডেট আমাদের, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। আমাদের বিয়ের ডেট!' তখন প্রসেনজিৎ বলেন, 'আরে আমাদের বিয়ের ডেটের কথা থোড়ি বলছি! আরে ভিতরে...' ব্যস এরপর আর শোনা যায়নি। প্রসেনজিৎ তখন ঘর ছেড়ে বেরিয়ে যান। লজ্জা পেয়ে ঘর ছাড়েন ঋতুপর্ণাও।

যারা ভিডিয়োটি দেখেছেন, সবাই ভিডিও দেখার পর গালে হাত দিয়ে ভাবতে বসেছেন। শুক্রবার সকালে সকলকে চমকে দিয়ে এমনই ভিডিও পোস্ট করেছেন প্রসেনজিৎ। ভিডিওর শেষে লেখা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, বিয়ের ডেট খুব শীঘ্রই ঘোষণা হবে। ক্যাপশানে লেখেন, 'বিয়ের তারিখটা তো ঠিক করতে হবে নাকি? কি আপনারাও জানতে চান তো'। 

ঋতুপর্ণাকে এ কি বললেন? তাহলে কি ৪র্থ বিয়ে করছেন প্রসেনজিৎ!বোন পল্লবীর ঘটকালিতেই কি অবশেষে ঋতুপর্ণাকে বিয়ে করছেন প্রসেনজিৎ। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখার্জী। কিছুদিন আগেই তাদের বিয়ের নিমন্ত্রণপত্রও সামনে আসে। যেখানে লেখা ছিল...

'সবিনয় নিবেদন, মহাশয় /মহাশয়া। বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও  সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। 

পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

সকলেই এই নিমন্ত্রণ পত্র দেখা ভাবতে শুরু করে দেন, প্রসেনজিৎ তাহলে এবার ৪ নম্বর বিয়েটা সেরেই ফেলছেন! তবে নাহ, খুব শীঘ্রই আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন ছবি। এটা তাদের আগামী ছবিরই প্রচারের জন্য তৈরি একটি ভিডিও। অসংখ্য ছবিতে নায়ক নায়িকার চরিত্রে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। 

উত্তম-সুচিত্রার পরে তাদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে এই প্রথম অফস্ক্রিন জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মার আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। 

আদ্যপান্ত মজার এই ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই নতুন অভিনেতাকে। তবে শুধুই কি পর্দার বাইরে নাকি এই ছবিতে একসঙ্গে অভিনয়ও করবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে