বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতির দুনিয়ায় পা রাখবেন কঙ্গনা রানাউত। রাজনীতিক হিসেবে শীঘ্রই তার আত্মপ্রকাশ ঘটবে! সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় ভারতের উত্তরপ্রদেশের মথুরা। শোনা যাচ্ছে, ২০২৪ সালে বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা।
যদিও এই বিষয়ে নিজে থেকে কিছু বলেননি নায়িকা। কিন্তু জল্পনা ঘিরে প্রশ্ন করতেই বিজেপির সাংসদ হেমা মালিনী তীব্র কটাক্ষ করলেন। এদিন মথুরায় সাংসদ হিসেবে কঙ্গনার ভোটে দাঁড়ানোর জল্পনা নিয়ে হেমা মালিনীকে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনেই তাকে ঘিরে থাকা সকলেই হেসে ওঠেন।
এরপরই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হেমা বলেন, 'এটা ভগবানের উপর নির্ভর করছে। শ্রী কৃষ্ণ তাই করবেন, যা তিনি চান। আর মথুরার মানুষরা যে সিনেমার অভিনেতাদের পছন্দ করেন সেটা তো ভালই। হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবেন!'
কঙ্গনাকে নিয়ে হেমা মালিনীর এমন আপত্তিজনক মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। তাদের বক্তব্য, তিনি নিজে একজন অভিনেত্রী, তার স্বামী একজন অভিনেতা, এমনকী তার সন্তানরাও অভিনেতা হয়েও রাজনীতিতে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে কঙ্গনাকে নিয়ে আপত্তি কেন!