শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৪:১৪:১৪

মেয়েদের মন জয়ের কৌশল বলবেন প্রিয়াঙ্কা

মেয়েদের মন জয়ের কৌশল বলবেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : মেয়েদের মন জয় করতে কে না চায়? কেউ কৌশলে জয় করে নেন। কেউ বা বহু চেষ্টা করেও ব্যর্থ হোন। তবে এবার আর চিন্তা নেই। মেয়েদের মন জয় করতে হয় কিভাবে?

সে তথ্যই জানাবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চাইলে আপনিও অংশ নিতে পারেন। জেনে নিতে পারেন চমকপ্রদ সব তথ্য। যা আপনার জীবনে সত্যিই টনিকের মত কাজে আসতে পারে।

বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা এখন তুঙ্গে। বলিউড তো কাঁপাচ্ছেনই সঙ্গে হলিউডের টিভি সিরিজেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ইতিমধ্যে। আর বেশ ব্যস্ততার মধ্যে গতবছর পার করেছেন। এখন নতুন বছরে নতুন করে কিছু করতে চান।

এদিকে নতুন বছরে একটি টক শো হোস্ট করবেন তিনি। শো এর নাম ‘সামবডি স্টপ মি’। আর এই শো’তে একজন মেয়ে তার ফার্স্ট ডেটে ঠিক কী চায়, কোন কোন জিনিস তাকে পুরুষের দিকে আরও আকর্ষিত করে, কেন কোনও সম্পর্কে ক্যাট ফাইট হয়? এ সব প্রশ্ন অনেক পুরুষেরই মনে আসে। কিন্তু সাহস করে বিপরীতজন জিজ্ঞাসা করা যায় না।

তবে এই ধরনের বেশ কিছু প্রশ্ন তালিকাভুক্ত করেছেন প্রিয়াঙ্কা। যেই প্রশ্নগুলি সাধারণত পুরুষের মনে আসে, কিন্তু মুখে আসে না। তারই জবাব দেবেন এবার এই অভিনেত্রী। তিনি।

আরও জানতে https://www.facebook.com/priyankachopra/videos/10156549558340691/ এই লিংকে গিয়ে জেনে নিন। শুনে নিন প্রিয়াঙ্কার মুখ থেকে।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে