বিনোদন ডেস্ক: দিল্লিতে সম্পন্ন হয়েছিল রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য। কাজের কারণে মুম্বাই থেকে দিল্লি পৌঁছতে পারেননি। মুম্বাইয়ে রোববার অনুষ্ঠিত হল রাজুর স্মরণসভা। হাসিখুশি মানুষটিকে সম্মান জানাতে সেই সভায় হাজির ছিলেন ভারতী সিং থেকে কপিল শর্মারা।
মৃত্যুর খবর পেয়েই হাউহাই করে কেঁদে ফেলেছিলেন ভারতী। রবিবারও কেঁদে ফেললেন ভারতী। অন্যদিকে কপিল শর্মার মুখও থমথমে। হাজির ছিলেন কৌতুকশিল্পী জনি লিভার ও কিকু শারদা। প্রিয় বন্ধুর চলে যাওয়ায় বুক ফেটে যাচ্ছিল তারও। মিডিয়ার সঙ্গেও কথা বলেন কেউ কেউ।
জনি লিভার বলেন, “রাজুর কেরিয়ার আমার সঙ্গে শুরু হয়েছিল। আমরা ছিলাম প্রতিবেশী, আমাদের মধ্যে পরিবারগত সম্পর্ক ছিল। এক মহান শিল্পীকে হারালাম আমরা। আমাদের জন্য এ এক বড় ক্ষতি”। মানুষকে হাসান যারা কপিল-ভারতী জনি— তাদেরই যে মন খারাপ ছিল রোববার।
বহু কমেডিয়ান এক হয়েছিলেন ঠিকই তবে কোন এক বিষাদের সুর যেন ছড়িয়ে ছিল গোটা জায়গা জুড়েই। হবেই না বা কেন? হাসির জগতে কিংবদন্তীর মৃত্যু বলে কথা! গত বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু শ্রীবাস্তব।