বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেস কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সোমবার অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৫০,০০০ টাকার বন্ডে অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দর মালিক অভিনেত্রীর জামিনের আবেদনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে প্রতিক্রিয়া চেয়েছিলেন। ইডি তার প্রতিক্রিয়া ফাইল না করা পর্যন্ত, তার নিয়মিত জামিনের আবেদন আদালতে বিচারাধীন থাকবে। আদালতের রায়ে স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেস। মামলার পরবর্তী শুনানি হবে ২২ অক্টোবর।
এর আগে, সুকেশের বিরুদ্ধে মামলার তদন্তকারী ইডি জ্যাকলিনকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। মামলায় অভিযুক্ত হিসাবে অভিনেত্রীর নাম উল্লেখ করে একটি চার্জশিট দাখিল করার পরে এই জিজ্ঞাসাবাদ হয়। এমনকী দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ডেকে পাঠায় জ্যাকলিনের স্টাইলিস্ট লিপাক্ষী এলাওয়াদিকে, কারণ এই মামলার বিষয়ে তিনি কতটা জানেন, তা জানতে।
লিপাক্ষী জানান তার কাছ থেকে ৩ কোটি টাকা দিয়ে জ্যাকলিনের পছন্দের পোশাক কিনেছিলেন কনম্যান সুকেশ। শুধু এই নয়, অভিনেত্রীকে সুকেশ চন্দ্রশেখর ৭ কোটি টাকারও বেশি মূল্যের গয়না উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। তিনি জ্যাকলিন এবং তার পরিবারের সদস্যদের বেশ কয়েকটি দামি গাড়ি, ব্যাগ, জামাকাপড়, জুতা এবং দামি ঘড়ি উপহার দিয়েছেন বলেও অভিযোগ আছে।