বিনোদন ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ। তিনি তার খেলার কৌশলের জন্য সর্বদা সংবাদ মাধ্যমে আলোচিত হন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন তিনি। বলিউডের অন্যতম রূপসী অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে আগেও ঋষভ পান্থের নাম জড়িয়েছে একাধিকবার।
তবে কেউ তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক আছে কিনা এ প্রসঙ্গে মুখ খোলেনি কেউ। সম্প্রতি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার ফ্যাশনের জন্য শিরোনামে রয়েছেন। পাশাপাশি দিনগুলিতে উর্বশী তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ শিরোনামের বিষয়বস্তু হয়ে উঠেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় একে অন্যের দিকে ধারালো কথার তীর নিক্ষেপ করেছেন একাধিকবার।
মেয়ের পর ঋষভ পান্থকে নিয়ে মজা করলেন উর্বশীর মা। কেন উর্বশীর মা ঋষভকে নিয়ে মজা করেছেন। এদিন উর্বশীর মা মীরা রাউতেলা বলেন, ঋষভ পান্থ উর্বশীর চেয়ে বয়সে অনেক ছোট এবং তার উচ্চতাও উর্বশীর চেয়ে কম। উর্বশীও তাকে সংক্ষিপ্ত বলে অভিহিত করেছে।
তাই বাস্তব জীবনে বিষয়টি নিয়ে ভাবলে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক হওয়া সম্ভব নয়। উর্বশীর মায়ের এই কথা শুনে অনেকে ঋষভকে নিয়ে নেট প্রেমিরা মজাও করছেন। কিন্তু মীরা রাউতেলা বলেছেন যে, কারও অনুভূতিতে আ'ঘা'ত করার কোনও ভুল উদ্দেশ্য ছিল না।
তবে বাস্তবতা দেখতে হলে বিষয়টির তাৎপর্য এতটুকুই। উর্বশীর নাম বেশ কয়েক বছর ধরে ঋষভ পান্থের সাথে যুক্ত হয়ে বেশ আলোচিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের মান্যতা অনুযায়ী, এই বিষয়ে উর্বশী পরোক্ষভাবে নাকি বলেছিলেন যে, তিনি ঋষভকে পছন্দ করেন। যদিও উর্বশী ক্রিকেট একেবারেই পছন্দ করেন না।