বিনোদন ডেস্ক : সানি লিওন বরাবরই দাবী করে আসছেন তিনি এক এবং অনন্য। তাই কারো সাথে তার তুলনা টানলে যার পর নাই ক্ষেপে আগুন হয়ে যান তিনি। এবার ক্যাটরিনার সঙ্গে তাকে তুলনা করায় বেজায় চটেছেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী।
সম্প্রতি সানি অভিনীত ‘মাস্তিজাদে’ ছবির পরিচালক মিলাপ জাভেরি সানিকে ক্যাটরিনার সঙ্গে তুলনা করেছেন। তিনি নাকি সানিকে ক্যাট থেকে বেশি আবেদনময়ী মনে করেন।
এমন তুলনা শুনেই বিরক্ত সানি লিওন। একে তো অন্য নায়িকার সঙ্গে তার তুলনা, তাও আবার প্রকাশ্যে! নিজের ঘনিষ্ঠ মহলে মিলাপের এই আচরণের জন্য বেশ বিরক্ত সানি। তিনি মনে করেন, মিডিয়ায় সবাই স্বতন্ত্র। তাই কারো সঙ্গে কারো তুলনা চলে না।
এদিকে সানি বিরক্ত হলেও কৌশলে তিনি ক্যামারে এড়িয়ে গিয়েছেন। বরং ক্যামেরার সামনে ক্যাটরিনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ক্যাটরিনা বলিউডের অন্যতম ভাল মানুষ। আর মিলাপের বক্তব্য আমি প্রশংসা হিসেবেই নিয়েছি।’
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন