শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৫:১৫:৪৬

ক্যাট-রণবীরের বিচ্ছেদ, নেপথ্যে কে সেই নারী?

ক্যাট-রণবীরের বিচ্ছেদ, নেপথ্যে কে সেই নারী?

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্রেকআপ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কখনও গুঞ্জণ উঠছে সালমান খানের কারণেই তাদের এই ব্রেকআপ। তবে এখন সুর ভিন্ন দিকে।

বর্তমানে এই জুটির ব্রেকআপের পিছনে একনজন নারী দায়ী বলে গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। তবে কে সে নারী? এমন প্রশ্নের উত্তরে কেউ বলছেন, রণবীর কাপুরের মা নীতু। আবার কেউ বলছেন দীপিকা পাডুকোন। তবে সঠিক উত্তর এখনও অধরাই থেকে যাচ্ছে।

জানা গেছে, রণবীর কাপুরের মা নীতু ছেলের প্রেমিকা হিসেবে কখনওই ক্যাটরিনা কাইফকে মেনে নিতে পারেননি। আর এর কারণে হয় তো মায়ের চাপে রণবীর পিছনে হটেছেন।

অন্যদিকে তাদের ব্রেকআপের জন্য কেউ ধারণা করছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনই দায়ী। তাদের মতে ‘তামাশা’র সেটে দীপিকা-রণবীরের গোপন প্রেমের কারণেই ক্যাটের সাথে রণবীরের ব্রেকআপ।

দেখা গিয়েছে, মুম্বাইতে লিভ-টুগেদার করছিলেন রণবীর ও ক্যাটরিনা জুটি। গত সপ্তাহে রণবীর ক্যাটরিনাকে ফেলে কাপুর বাংলোতে ফিরে যান। তারপরই এই জল্পনার শুরু।

যদিও কেউ কেউ বলছেন, ক্যাটরিনার জীবনে তার প্রাক্তন প্রেমিক সালমান খানের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি নাকি মেনে নিতে পারেননি রণবীর। সে কারণেই এই ভাঙন! তবে আসল কারণ কি তাদের এই ব্রেকআপে? তা জানতে হলে অবশ্যই আর কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে