বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত মুক্তি অনিশ্চিতের পথে সানি লিওন অভিনীত বহুল বিতর্কীত ছবি ‘মস্তিজাদে’। ছবিটি নিয়ে ভারতীয় সেন্সরবোর্ডের ঘোর আপত্তি। ছাড় পেতে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে গিয়েছিলেন প্রযোজক। সেখানেও খারিজ করে দেয়া হয়েছে বিতর্কীত এই ছবিটি।
সানি লিওন অভিনীত এ ছবি আদ্যন্তে অ্যাডাল্ট কমেডি। ছবির প্রোমো থেকে সংলাপে যে ধরনের তাতে ছাড়পত্র পাওয়া নিয়ে আগেই সংশয় ছিল।
ফিল্ম ডিভিশনের একজামিনিং কমিটি ইতিমধ্যেই ছবিটিকে খারিজ করেছিল। বাধ্য হয়ে প্রযোজক প্রীতিশ নন্দী রিভাইজিং কমিটির দ্বারস্থ হন। সেখানেও বদলায়নি ভাগ্যরেখা। শেষমেশ এই ট্রাইবুনালের চৌকাঠে গিয়ে দাঁড়াতে হয় তাকে। কিন্তু এখানেও একই ফলাফল। ট্রাইবুনালও ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ। আপাতত আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও রাস্তা থাকল না ছবিটির সামনে।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএনাবািনোদন