শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৫:৫০:৫৪

ব্যাট হাতে মাঠ কাঁপাবে জিৎ ও সোহম

ব্যাট হাতে মাঠ কাঁপাবে জিৎ ও সোহম

বিনোদন ডেস্ক : আগামীকাল ২৩ জানুয়ারি ব্যাট হাতে মাঠে নামতে যাচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ ও সোহম। জলপাইগুড়িতে এই কিক্রেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান একাদশের সঙ্গে টি২০ ক্রিকেট খেলবেন টলিউড অভিনেতা-পরিচালকদের নিয়ে গঠিত বেঙ্গল সেলিব্রিটি রয়্যাল একাদশ।

চেয়ারম্যান একাদশের সঙ্গে একটি প্রীতি ম্যাচে তাদের অংশ নিতে দেখা যাবে বলে জানান জলপাইগুড়ি পৌরসভার মেয়র পারিষদ সন্দীপ মাহাতো। এতে খরচ হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা। সন্দীপ জানান, পৌরসভার আয়োজনেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত জলপাইগুড়ির বিভিন্ন অনাথ আশ্রম ও হোমগুলির শিশু-কিশোরদের আনন্দ দিতে এবং সেলিব্রিটিদের একটু কাছাকাছি আসার সুযোগ করে দিতেই এই আয়োজন।’

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব শিশুরা এমনিতেই সমস্ত দিক থেকে বঞ্চিত। তাদের মুখে একদিনের জন্য হলেও হাসি ফোটাতে এই উদ্যোগ।

শনিবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে খেলা শুরু হওয়ার কথা বলে জানানো হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার, পৌরপিতা মোহন বসু, মেয়র পারিষদ, কাউন্সিলররা এবং পৌরসভা রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা পুর দলটির হয়ে খেলবেন বলে ঠিক হয়েছে।  

চিত্র তারকাদের দলে থাকছেন টেলিভিশন অভিনেতা ও কুশলীরাও। জিৎ, সোহম ছাড়াও থাকার কথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দিগন্ত বাগচি, অরিজিৎ গুহদের।  

তারকাদের যে দলটি খেলতে আসছে এটি কলকাতায় সেলিব্রিটিদের ক্রিকেট লিগে খেলা অন্যতম দল বলে জানা গিয়েছে।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএনাবািনোদন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে