বিনোদন ডেস্ক: মঙ্গলবার দুপুরে ফেসবুকে প্রকাশ করেছিলেন বেবি বাম্পের ছবি। এরপর নানা প্রশ্ন তৈরি হয় দেশীয় চলচ্চিত্রপাড়ায়। এরপর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছিলেন শবনম ইয়াসমিন বুবলি।
আজ শুক্রবার দুপুরে বুবলী ও শাকিব দুজনই ফেসবুকে নিশ্চিত করলেন এতোদিনের গোপন কথা। আর এই গোপন কথা প্রকাশ হবে কি হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত হয় গত মধ্যরাতে। বুবলির বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্ত পৌঁছতে গিয়ে মধ্যরাত পেরিয়ে যায়। অবশেষে মধ্যরাত পর্যন্ত বুবলি সঙ্গে রুদ্ধদ্বার মিটিংয়ের পর রাজি হন শাকিব।
মিটিংয়ে সিদ্ধান্ত হয় আজ শুক্রবার বাচ্চার ছবি প্রকাশ্যে আসবে। একটি বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে। সূত্রটি বলছিল, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, বুবলিও তার অবস্থানে অনড় ছিলেন। যার ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় আজ ছবি প্রকাশ হবে।
প্রথমে একটি গণমাধ্যমে ছবি পাঠানো হয়। এরপর শাকিব-বুবলি নিজেরাই ছবিগুলো প্রকাশ করে নিশ্চিত করলেন শেহজাদ খান বীর তাদের সন্তান। যার বয়স আড়াই বছর। শুক্রবার দুপুরে ফেসবুকে শাকিব ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, শেহজাদ খান বীর, আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র।