শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩:০৩

এবার বড় 'সুখবর' দিলেন রণবীর সিং

এবার বড় 'সুখবর' দিলেন রণবীর সিং

বিনোদন ডেস্ক: এবার ভক্তদের জন্য বড় সুখবর দিলেন রণবীর সিং। ফের সিলভার স্ক্রিনে দেখা যাবে বাজিরাও-মাস্তানি জুটিকে। অনুরাগীদের উৎসাহকে উসকে এই খবর জানিয়েছেন খোদ রণবীর সিং। নতুন সিনেমায় জুটি বাঁধছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।

খুব শীঘ্রই তাদের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে দর্শককে সারপ্রাইজ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং। সেখানেই অভিনেতার ব্যক্তিগতজীবন আর কর্মজীবন নিয়ে প্রশ্ন করা হয়। তখনই তার কাছে জানতে চাওয়া হয় দীপিকার সঙ্গে কি আরও একবার সিলভার স্ক্রিনে জুটি বাঁধবেন? 

সেই প্রশ্নের উত্তরেই রণবীর জানান, খুব শীঘ্রই দর্শক এই জুটিকে পর্দায় দেখতে পাবে। আমাদের তরফে সেটাই হবে দর্শকের জন্য সারপ্রাইজ। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ব্রহ্মাস্ত্রের চূড়ান্তের সাফল্যের পর অয়ন মুখার্জীর ব্রহ্মাস্ত্র টুয়ে রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা যাবে। 

সেখানে দেবের চরিত্রে রণবীর আর অমৃতার চরিত্রে অভিনয় করবেন দীপকা। অয়নের ব্রহ্মাস্ত্রের প্রথম পর্বে ক্যামিও হিসাবে এক ঝলক দেখা গিয়েছে রণবীর ঘরণীকে। তবে দীপিকার সঙ্গে কোন ছবিতে একসঙ্গে রণবীর অভিনয় করবেন সেই বিষয় অবশ্য একেবারে বলেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে