শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৭:৩৩

পাকিস্তানি তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

পাকিস্তানি তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক: হৃত্বিক রোশনের সঙ্গে কাহো না প্যায়র হ্যায় ছবি দিয়ে বলিউডের পা রেখেছিলেন আমিশা প্যাটেল। এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও এই মুহূর্তে রুপোলি দুনিয়া থেকে একপ্রকার দূরেই রয়েছেন অভিনেত্রী। 

তবে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভক্তদের কাছাকাছি থাকেন গ্ল্যাম ডিভা আমিশা প্যাটেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক তারকা ইমরান আব্বাসের সঙ্গে আমিশার একটি ভিডিও ঘিরে জোর জল্পনা শুরু হয়। 

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল, ইমরানের সঙ্গে নাকি ডেট করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আমিশা-ইমরানের সম্পর্ক নিয়ে জলগোলা হওয়ার পর এবার মুখ খুললেন গদর এক প্রেম কথা খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। 

পাকিস্তানি তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে ৪৬ বছর বয়সী অভিনেত্রী আমিশা প্যাটেল এই গুজবকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। ইমরানের সঙ্গে তার নাম জড়িয়ে যে চর্চা হচ্ছে সেই প্রসঙ্গে বয়সের দোহাই দিয়েছেন তিনি।

আমিশা বলেন, "যখন কেউ ৪৬ বছরের কোঠায় পৌঁছে যায় তখন এই ধরনের খবর চাউর হলে সত্যিই খুব হাসি পায়। এই বিষয়টা ভারি অদ্ভুত। দীর্ঘ কয়েক বছর পর আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছি। সেটা নিয়ে এই ধরনের খবর রটানোর কোনও মানেই হয় না। বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়।"

সম্প্রতি বাহারিনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে দুই বন্ধু আমিশা প্যাটেল আর ইমরান আব্বাসের দেখা হয়। তারা একসঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ২০০২ সালে ববি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ক্রান্তি ছবির হিট গানে ভিডিও শ্যুট করেন এই দুই তারকা। সেই ভিডিয়ো নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন আমিশা। 

এই প্রসঙ্গে আমিশা বলেন, "আমার সিনেমার এই গানটা সে খুব ভালোবাসে। ওটা ওর প্রিয় গান। তাই আমরা নিজেদের মতো করে গানের তালে অভিনয় করছিলাম। এক বন্ধু সেই মুহূর্তটাকে লেন্সবন্দি করে। পরে যখন ভিডিওটা দেখি বেশ ভালো লেগেছিল। সেই জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। এটা কোনও পূর্ব পরকল্পিত পরিকল্পনা নয়। শুধুমাত্র ইচ্ছা হয়েছিল বলেই করেছিলাম।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে