শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৭:৩৪

শাকিব-বুবলীর বিচ্ছেদ নিয়ে যা জানা গেল

শাকিব-বুবলীর বিচ্ছেদ নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক: শুক্রবার দুপুরে শবনম বুবলী ও শাকিব খান দুজনই ফেসবুকে নিশ্চিত করলেন সন্তানের কথা। জানা গেছে, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, বুবলিও তার অবস্থানে অনড় ছিলেন। 

যার ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় আজ ছবি প্রকাশ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন। এরপর পরই শাকিব খান ও বুবলীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়। 

কয়েকটি গণমাধ্যমে বিচ্ছেদের সংবাদও প্রকাশিত হয়। তবে একটি সূত্রে জানা গেল, শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়নি, এখনও তারা স্বামী-স্ত্রী। বুবলীর পারিবারিক সূত্র আরো জানায়, তারা তাদের সন্তান ও পরিবার নিয়ে ভালোই আছেন।

সূত্র জানায়, ‘বুবলী ও শাকিবের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ছবি প্রকাশ করে না। অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলবেন বুবলী। তবে শতভাগ নিশ্চিত তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে