বিনোদন ডেস্ক : বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। বর্তমানে তাকেই অনেক অভিনেতা-অভিনেত্রী ছাঁয়া বলেই মান্য করেন। আর সেই ছাঁয়ার টুইট্যারে ফলোয়ার সংখ্যা কম হতে পারে?
না। মোটও তা নয়। আর তাই তো তিনি তার ট্যুইটার একাউন্টে রেকর্ড গড়লেন। ফলোয়ার পেয়েছেন এক কোটি নব্বই লাখের চেয়েও বেশি।
শাহেন শাহ বলিউড পাড়ায় রাজত্ব করছেন দীর্ঘ ৪৭ বছর ধরে। এই অভিনেতা দেশ কিংবা বিদেশ, সবখানেতেই তিনি এখনও সমান জনপ্রিয়। এ বার তার প্রমাণও মিলল।
বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান আর আমিরকে বেশ খানিকটা পেছনে ফেলে ট্যুইটারে ভারতীয়দের মধ্যে ‘টপার’ আগেই হয়েছিলেন ৭৩ বছর বয়সী অভিনেতা অমিতাভ বচ্চন।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, বর্তমানে ট্যুইটারে তার ফলোয়ারের সংখ্যা এক কোটি নব্বই লক্ষ পেরিয়েছে। বলিউডের তারকাদের মধ্যে তিনিই প্রথম এই মাইলস্টোন ছুঁলেন।
সুপারস্টার শাহরুখের ফলোয়ারের সংখ্যা ১.৭৫ কোটি, আমিরের ১.৬২ কোটি এবং সলমনের ১.৫৮ কোটি।
এদিকে প্রায় দুই কোটি ফলোয়ার পেয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। এতে খুশি দেশ-বিদেশে তার অসংখ্য ফ্যানরাও।
২২ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএনাবািনোদন