শনিবার, ০১ অক্টোবর, ২০২২, ১০:৪৯:১৩

এবার শাকিব-বুবলীর যে খবরে মিষ্টি বিতরণ

এবার শাকিব-বুবলীর যে খবরে মিষ্টি বিতরণ

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তানের খবর শুনে মিষ্টি বিতরণ করলেন লালমনিরহাটের হাতীবান্ধার মনির খান নামে এক তরুণ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতীবান্ধার বেশ কয়েকটি দোকান ও লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করেন এই ভক্ত।

স্থানীয়রা জানান, শাকিব-বুবলীর সন্তানের খবরে ভক্ত মনির খান মিষ্টি কিনে দোকানে দোকানে এবং লোকজনের মধ্যে বিতরণ করছেন। লোকজন এ মিষ্টি খেতে পেরে অনেক খুশি।

মনির খান গণমাধ্যমকে বলেন, ছোট থেকে আমি শাকিব খানের ছবি দেখি। তখন থেকে আমার কাছে তিনি প্রিয় নায়ক। যখন শুনতে পেরেছি শাকিব ভাই বুবলীকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান রয়েছে, তখন অনেক খুশি হয়েছি। তাই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে