বিনোদন ডেস্ক: সমুদ্র ফুঁসছে। সৈকতে হাঁটু গেড়ে বসেছেন শ্রীরামচন্দ্র। ধনুকে তীর জুড়ে নিশানা করেছেন আকাশে। নামিয়ে আনছেন বজ্রপাত। শুক্রবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লো সেই পোস্টার। পরিচালক ওম রাউতের নতুন ছবি ‘আদিপুরুষ’-এর ঝলক প্রকাশ্যে এলো।
প্রভাসের নতুন ঝলক প্রকাশ্যে আসতেই উল্লাসে ফেঁটে পড়লো ভারত! উল্লাস হবেই না কেন? কাহিনী শ্রীরামকে নিয়ে, আর চরিত্রে প্রভাস। হ্যাঁ রামচন্দ্রের ভূমিকায় বাহুবলী তারকা প্রভাস। অযোধ্যায় সরযূ নদীর তীর থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
পোস্টারে সেই সফরে সকলকে আহ্বান জানিয়েছেন নির্মাতারা। পোস্টারগুলি ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় প্রকাশিত হয়েছে। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ‘আদিপুরুষ’-এর প্রথম টিজার। সঙ্গে একটি নতুন পোস্টারও। সন্ধ্যা ৭টা বেজে ১১ মিনিটের মাহেন্দ্রক্ষণটি স্মরণে রাখার অনুরোধ জানালেন প্রভাস।
ব্যক্তিগত ভাবেও অনুরাগীদের আহ্বান করলেন তার নতুন যাত্রায় পাশে থাকার জন্য। পুরাণাশ্রিত বহুভাষিক ছবিটি মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত। ‘বাহুবলী’-র অভিনেতা প্রভাস এ ছবির মূল আকর্ষণ। যদিও লঙ্কার রাজার ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান। ‘তানাহাজি’-র পর পরিচালক রাউতের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন।