শনিবার, ০১ অক্টোবর, ২০২২, ০৩:৩১:৩১

'তুমি কি বুবলীকে ভালোবাসতা?' ক্ষেপে গেলেন পরিচালক ঝন্টু

'তুমি কি বুবলীকে ভালোবাসতা?' ক্ষেপে গেলেন পরিচালক ঝন্টু

বিনোদন ডেস্ক: নায়িকা বুবলীর মা হওয়ার খবরে সরগরম দেশের চলচ্চিত্রাঙ্গন। বুবলী-শাকিব আলোচনায় মুখর নেটিজেন থেকে শুরু করেন তাদের ভক্ত-শুভাকাঙক্ষীরাও। আর এই বিষয়ে ইউটিউবাররা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কাছে গিয়ে ছিল কিছু জানতে চেয়েছিলেন। 

কারণ ঝন্টুর উত্তপ্ত কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। তবে এবার উল্টাপাল্টা কিছু বলেননি ঝন্টু। বরং এ বিষয়ে প্রশ্ন করায় ইউটিউবারের ওপর রীতিমতো ক্ষেপে গিয়েছেন এই বর্ষীয়াণ নির্মাতা।

বুবলীর সন্তান প্রসঙ্গে প্রশ্ন করতেই ক্ষেপে গিয়ে পরিচালক ঝন্টু বলেন, ‘বুবলীর পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন। তুমি কি বুবলীকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করব-এটা? তোমার এত মাথাব্যথা কেন, কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও?’

এই নির্মাতা পাল্টা প্রশ্ন করেন, ‘বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, তাকে কি তুমি লালন-পালন করে বড় করেছ, নাকি তুমি তোমার শ্রম-মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কনডেম করছ? দর্শকরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে