শনিবার, ০১ অক্টোবর, ২০২২, ০৪:৫৪:৫৮

কোন কোন তারকা থাকছেন বিগ বস ১৬ সিজনে? প্রকাশ পেলো তালিকা

কোন কোন তারকা থাকছেন বিগ বস ১৬ সিজনে? প্রকাশ পেলো তালিকা

বিনোদন ডেস্ক: 'বিগ বস', নাম শুনলেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়ে যায়। এবারও 'বিগ বস-১৬' ঘিরে উত্তেজনা তুঙ্গে। কারণ, এবার বিগ বস নিজে এই প্রতিযোগিতায় সামিল হচ্ছেন। বিগ বসের প্রোমোয় সালমানকে বলতে শোনা গেছে, এবার গব্বরকেও অনেক ভালো মনে হবে।

এখন থেকে রাতে বাচ্চা না ঘুমলে মায়েরা বলবেন, 'বেটা শো যা, নেহি তো বিগ বস আজায়েগা। গেম বদলে যাবে কারণ বিগ বস নিজে খেলবে।' সে তো না হয় হল, কিন্তু এবার কারা থাকছেন বিগ বসের ঘরে? তা নিয়ে বহুদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। বহুজনের নামই শোনা যাচ্ছিল। 

কোন কোন তারকা থাকছেন বিগ বস ১৬ সিজনে? অবশেষে প্রকাশ পেল তালিকা। কে কে রয়েছেন সেই তালিকায়? চলুন দেখে নেওয়া যাক। এবার বিগ বসে থাকছেন অভিনেত্রী নিমরিত কৌর আলুওয়ালিয়া, সাম্বুল তৌকির, সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, সৃজিতা দে, চাঁদনি শর্মা, অভিনেতা গৌতম ভিগ, শিভিন নারাং, শালীন ভানট, নৃত্যশিল্পী গোরী নাগোরি এবং আফগানিস্তানের গায়ক আবু রজিক, মিস ইন্ডিয়া রানার্সআপ মান্য সিং। 

এরাঁ নিশ্চিতভাবেই এবারের বিগ বসের ঘরে থাকবেন। এছাড়াও বিগ বসের ঘরে বন্দি হতে পারেন স্য়ান্ডআপ কমেডিয়ান মনোয়ার ফারুকী, গায়িকা ফরমানি নাজ, অভিনেতা ভিভিয়ান ডিসেনা, টুইঙ্কেল কাপুর, অঙ্কিতা লোখান্ডে, কণিকা মান, সোশ্যাল মিডিয়ার সেনসেশন ফয়জল শেখ, র‍্যাপার এমসি. স্ট্যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে